Sonapur College
,নোয়াখালী।

জনাব ফজলে এলাহী

নোয়াখালীর কৃতি সন্তান, সাবকে জেলা পরিষদের চেয়ারম্যান,বীর মুক্তিযোদ্ধা মো:ফজলে এলাহী ০৬ ই জুন, ১৯৪৯ সালে সদর উপজেলার মধ্যম করিমপুর গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। তাঁর পিতা হলেন ডা: ছায়েদুল হক ও মাতা হলেন ছলেমা খাতুন। তিনি ১৯৬৪ সালে কল্যাণী হাই স্কুল হতে এসসসি, ১৯৬৬ সালে নোয়াখালী সরকারি কলেজ হতে এইচএসসি ও ১৯৬৮ সালে স্মাতক ডিগ্রি লাভ করেন  এবং ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এমএ (বাংলা) ডিগ্রি লাভ করেন। দীর্ঘ রাজনৈতিক জীবন শেষে এই মহান ব্যক্তি ২০১৮ সালে ১৩ ই আগষ্ট রোজ সোমবার ২.১৫ মিনিটে শেষ নি:শ্বাষ ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী জাহানারা বেগম, দুই পত্র সন্তান ফয়সল এলাহী পাভেল ও পারাবী এলাহী ফাহি সহ অগনিত গুনগ্রাহী বেখে গেছেন।

বর্ণাঢ্য রাজনীতি জীবন

রাজনীতি সমৃদ্ধ জীবনে অধিক কৃতিত্বের অধিকারী মো: ফজলে এলাহী ১৯৬২ সালে হামিদুর রহমান শিক্ষা কমিশনের বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে রাজনীতি জীবন শুরু করেন। ছাত্র জীবনে তিনি নোয়াখালী কলেজ ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। পরর্বতীতে কলেজ ছাত্রলীগ সভাপতি ও জেলা ছাত্রলীগ সভাপতি নিযুক্ত হন। ১৯৭০ সালে সেচ্চাসেবক লীগের  প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। মো: ফজলে এলাহী ১৯৭২ সালে জাতির জনক  বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ডাকে সাড়া ‍দিয়ে ভারতে মুক্তিযোদ্ধের ট্রেনিং নিয়ে মহান মুক্তিযোদ্ধের স্পেশাল ব্যাচের একজন সদস্য হিসাবে পাক-হানাদার বাহনির বিরুদ্ধে সন্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি মুক্তযোদ্ধের সংগঠক ও জেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলের সদস্য হিসাবে গুরুত্বপূর্ণ  ভূমিকা পালন করেন। ১৯৭২-৭৩ সালে ডাকা বিশ্ববিদ্যালয়ের ইকবাল হল ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হন। তখনকার ছাত্র রাজনীতির সফল ছাত্র নেতা ফজলে এলাহী  একজন সৎ,দক্ষ, জনপ্রতিনিধি  হিসাবে নোয়খালীতে ব্যাপক আলোচিত হন। তার রাজনৈতিক সততার জন্য তিনি নোয়াখালী পৌরসভার চেয়ারম্যান ,১৯৮৮-১৯৯১ সালে নোয়খালী-৪ আসনের সংসদ সদস্য , একই বছর নোয়খালী জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।

সোনাপুর কলেজ প্রাতিষ্ঠায় অবদান

জনাব ফজলে এলাহী রাজনীতি  জীবনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক  কাজে নিজেকে সম্পৃত করেন। সমাজের বিভিন্ন কল্যাণে তিনি  স্কুল,কলেজ,মাদ্ররাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন । তার প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সোনাপুর কলেজ অন্যতম। ১৯৮১ সালে তার হাত দিয়ে তিনি প্রতিষ্ঠা করেন সোনাপুর কলেজ। প্রতিষ্ঠার পর থেকে তার কঠোর শ্রম ও একগ্রতা কারনে সোনাপুর কলেজ নোয়াখালীর মধ্যে অন্যতম বৃহৎ বেসরকারি কলেজ। কলেজ প্রতিষ্ঠার সময় স্থায়ী ক্যাম্পাস জেলা পরিষদের পাশে অবস্থিত হলেও পরবতীতে স্থান সংকুলান না হওয়ায় জনাব ফজলে এলাহীর একক প্রচেষ্ঠায় বর্তমান ক্যাম্পাসে স্থান্নরিত করা হয়।

সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ড

জনাব ফজলে এলাহী রাজনীতি  জীবনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক  কাজে নিজেকে সম্পৃত করেন। সমাজের বিভিন্ন কল্যাণে তিনি  স্কুল,কলেজ,মাদ্ররাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন । তার প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সোনাপুর কলেজ অন্যতম। ১৯৮১ সালে তার হাত দিয়ে তিনি প্রতিষ্ঠা করেন সোনাপুর কলেজ। এইছাড়া  সোনাপুর কলেজিয়েট স্কুলও তিনি প্রতিষ্ঠা করেন। এইছাড়া তার উদ্যেগে নোয়াখালী হোমিওপ্যাথিক কলেজ, এম এ রশিদ উচ্চ বিদ্যালয়,নোয়াখালী ডায়বেটিকস সমিতি ও সমিতির হাসপাথাল প্রতিষ্ঠিত হয়। তিনি অগণিত স্কুল, কলেজ,মাদ্ররাসা পরিচালনা পরিষদের সাথে যুক্ত ছিলেন।